farewell to the monsoon finally what did the weather office say

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বর্ষা এবার বিদায়ের পথে। সোমবার থেকেই বাংলা থেকে পাকাপাকি ভাবে বিদায় নিতে শুরু করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি (Monsoon) বৃষ্টি।

তবে, বিদায়ের আগে দুর্যোগ এখনও পুরোপুরি কাটেনি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে মাঝারি কুয়াশা এবং বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। আবার, দক্ষিণবঙ্গে সোমবার থেকে আকাশ থাকবে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনাও প্রায় বললেই চলে। কিন্তু প্রকৃত শীত নামতে সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পাহাড়ে শুরু হয়েছে তুষারপাত। সিকিমেও দেখা গেছে তুষারপাত। হঠাৎ করে সাময়িক পশ্চিমী ঝঞ্ঝার আগমণেই এই প্রাথমিক তুষারপাতের ঘটনা এমনটাই মনে করছে হাওয়া অফিস।

Post a Comment

Previous Post Next Post